সালাহের গোলে লিভারপুলের জয়; ব্যক্তিগত মাইলফলক স্পর্শ
লিভারপুল চলতি মৌসুমে আর্নে স্লটের অধীনে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে, আর একদিকে ক্লাবের জন্য নিজের শেষ সময়টাতে একের পর এক ব্যক্তিগত মাইলফলক গড়ছেন মোহামেদ সালাহ। গত শনিবার বোর্নমাউথের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে লিভারপুল পয়েন্ট টেবিলে আরো এগিয়ে গেছে।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ করতে থাকে। তবে প্রথম গোলের দেখা মেলে ৩০ মিনিটে। কোডি গাকপোকে ফাউল করার পর লিভারপুল পায় পেনাল্টি, যা সফলভাবে বসিয়ে দেন সালাহ। এটি ছিল ইউরোপের ক্লাব ফুটবলে তার ৩০০তম গোল।
বিরতির পরও দুটি দল আক্রমণ চালিয়ে যায়, তবে দ্বিতীয় গোলটি আসে ৭৫ মিনিটে। কার্টিস জোন্সের পাস থেকে দূরের পোস্টে দুর্দান্ত শটে দ্বিতীয় গোলটি করেন সালাহ। এটি তার ইউরোপের ক্লাবের হয়ে ৩০১তম গোল ছিল। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা ২১, যা এই মৌসুমে সর্বোচ্চ।
এছাড়া, সালাহ ইপিএল ইতিহাসে ৫ মৌসুমে ২০ বা তার বেশি গোল করার কৃতিত্ব অর্জন করেছেন, যা তাকে ইংলিশ ফুটবলের অন্যতম সেরা গোলস্কোরার হিসেবে তুলে ধরে। এই জয়ে লিভারপুল ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, আর আর্সেনাল তাদের পেছনে ৯ পয়েন্টে।
অন্যদিকে, বোর্নমাউথের অবস্থা এখন খারাপ, ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তারা সপ্তম স্থানে রয়েছে, আর ১১ ম্যাচে অজেয় যাত্রা থেমে গেছে।