রাজউকে সেবা পেতে নতুন নির্দেশনা
-1141012.jpg?v=1.1)
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সেবাপ্রার্থীদের সব ধরনের আবেদন ও চিঠিপত্র সরাসরি চেয়ারম্যান বরাবর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
সোমবার (১৪ জুলাই) রাজউকের পরিচালক (প্রশাসন) এ বি এম এহছানুল মামুনের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে জানানো হয়েছে, রাজউকের যেকোনো সেবা সংক্রান্ত প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত আবেদন ও চিঠি এখন থেকে শুধুমাত্র রাজউক চেয়ারম্যান বরাবর জমা দিতে হবে। রাজউকের কোনো শাখা, বিভাগ বা দপ্তর এ ধরনের আবেদন বা চিঠিপত্র গ্রহণ করতে পারবে না।
এ নির্দেশনা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর জারি করা হয়েছে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।