বাংলাদেশকে রুখে দিলো ২০৪ নাম্বার র্যাংকিংয়ে থাকা গুয়াম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন শিরোপা জেতা টিম পর্যাপ্ত অনুশীলন করতে না পারার আক্ষেপ নিয়ে এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে দেশ ছেড়েছিল। মাঠের পারফরম্যান্সেও সেই হতাশা প্রকাশ করেছে ফুটবলাররা। ফিফা র্যাঙ্কিংয়ে ২০৪ নাম্বার অবস্থানে থাকা গুয়ামের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। সেই সঙ্গে এশিয়ান কাপের মূল পর্বে খেলার পথ কঠিন হয়েছে দাঁড়িয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই পর্বের ম্যাচে গুয়ামের বিপক্ষে দুইবার লিড নিয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে মিরাজুলরা।
এদিন ম্যাচের শুরুতে বাংলাদেশ লিড নেয়। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মিরাজুল ইসলামের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। প্রথমার্ধ সেই লিডেই শেষ হয়। ৭৫ মিনিটে গুয়াম ম্যাচে সমতা আনে। এরপর ৮৯ মিনিটে বাংলাদেশের মইন গোল করলে আবারও লিড পায়। ইনজুরি সময়ে পুনরায় সমতা আনে গুয়াম।
দুইবার লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় কোচ মারুফুল হক হতাশাই ব্যক্ত করেছেন। তিনি পয়েন্ট হারানোর কারণ নিয়ে বলেন, প্রথমে গোল পাওয়ার পর ছেলেরা ম্যাচটা সহজভাবে নিয়েছে। সেটাই মূলত কাল হয়েছে।
তাই এশিয়ান কাপের মূল পর্বে খেলার ইচ্ছে ত্যাগ করেছেন কোচ, আসলে এই পরিস্থিতি থেকে এখন আর মূল পর্বে খেলা সম্ভব নয়। বাকি ম্যাচগুলোতে ভালো খেলে টুর্নামেন্টের তৃতীয় পটে থাকার চেষ্টা করতে হবে।
বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ০-৪ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে ২-২ গোলে ড্র করল। টুর্নামেন্টের বাকি দুই ম্যাচ ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে। ভুটান গুয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল।