ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০১:৫০ PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এই ম্যাচে ওয়ানডে দলে অভিষেক হয় মাহিদুল ইসলামের। মাঠে তাকে ক্যাপ পরিয়ে দেন সাইফ হাসান। এর আগে মাহিদুল জাতীয় দলের হয়ে এক ম্যাচে টেস্ট খেলেছেন।

শনিবার (১৮ অক্টোবর) টস হারের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, “আমরাও ব্যাটিং করতে চেয়েছিলাম। এটি আমাদের হোম গ্রাউন্ড, এবং আমরা এই উইকেটে আত্মবিশ্বাসী। অনেক কিছু নিয়ে আলোচনা হয়, কিন্তু এটি নতুন ম্যাচ। আশা করি, সবাই নিজের দায়িত্ব বোঝে এবং ইতিবাচকভাবে খেলবে। খারাপ পারফরম্যান্সও হতে পারে, কিন্তু আমরা সবাই একমত—এটি নতুন দিন, সবাই যেন আরও ভালো করে। আমাদের দলে দুইজন পেসার, তিনজন স্পিনার এবং সাতজন ব্যাটার আছে।”

পরিসংখ্যানে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে বেশি ম্যাচ জিতেছে সফরকারী উইন্ডিজ। এই ভেন্যুতে ১০টি ম্যাচের ছয়টিতে জিতেছে তারা, আর বাংলাদেশ জিতেছে চারটিতে। ২০১১ বিশ্বকাপের এক ম্যাচে এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে হেরেছিল ক্যারিবীয়রা।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম