৩ পরিবর্তন নিয়ে মাঠে নামছে হামজারা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:২৭ PM

৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচ খেলার পর চার দিনের ব্যবধানে আজ অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সন্ধ্যা ছয়টায় শুরু হবে এই ম্যাচ। আগের ম্যাচের একাদশে তিন পরিবর্তন এনেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

হোম ম্যাচে আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদকে না রাখায় তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল কোচকে। এবার তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে অ্যাওয়ে ম্যাচে প্রথম একাদশে রেখেছেন তাকে। অন্যদিকে আগের ম্যাচে একাধিক ভুল করলেও কোচের আস্থায় জায়গা ধরে রেখেছেন সাদ উদ্দিন। তবে সাদের ভাই তাজ উদ্দিনকে রাখা হয়নি এই ম্যাচে।

ইনজুরি থেকে ফিরে আজ প্রথম একাদশে ফিরেছেন তপু বর্মণ। একই সঙ্গে ফিরে পেয়েছেন অধিনায়কের আর্মব্যান্ডও। তাকে সঙ্গ দিচ্ছেন জুনিয়র তপু (শাকিল আহাদ) ও তারিক কাজী। তবে আগের ম্যাচে খেলা মো. সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিমকে বাদ দিয়েছেন কোচ। মিডফিল্ডে নেতৃত্ব দেবেন হামজা চৌধুরি, সঙ্গে থাকবেন সামিত সোম। আক্রমণভাগে আছেন রাকিব ও মোরসালিন।

আজ অ্যাওয়ে ম্যাচ হলেও সাদা জার্সিতে মাঠে নামবে বাংলাদেশ। ৯ অক্টোবরের সভায় দুই দলের ম্যানেজারদের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী হোম ম্যাচে লাল আর অ্যাওয়ে ম্যাচে সাদা জার্সি পরে খেলবে তারা।

বাংলাদেশের একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), জায়ান আহমেদ, তারিক কাজী, শাকিল আহাদ তপু, তপু বর্মণ (অধিনায়ক), সাদ উদ্দিন, হামজা চৌধুরি, সামিত সোম, সোহেল রানা, মোরসালিন ও রাকিব হোসেন।