সমতায় ফিরতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০১:১৮ PM

ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি হারার পর টিম হোটেলে সময় কাটাচ্ছেন লিটন দাস, তাওহীদ হৃদয়রা। অন্যদিকে, জয়ী ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন ক্রিকেটার মঙ্গলবার (২৮ অক্টোবর)ও অনুশীলন করছেন।

ক্যারিবীয় দলের ৬ ক্রিকেটার সাগরিকায় দ্বিতীয় টি-টোয়েন্টির আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছেন। বাংলাদেশ দলের প্রস্তুতি মূলত মানসিক। প্রথম ম্যাচ হারের পর লিটনরা এখন সিরিজ বাঁচানোর চাপে রয়েছেন। সিরিজ বাঁচানোর লড়াই আজ (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সিরিজে সমতা আনার লক্ষ্যে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। অন্যদিকে, প্রথম ম্যাচের জয়ের কম্বিনেশনই ধরে রাখার চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০ ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিন স্পিনারের সাথে দুই পেসার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হতে পারে মুস্তাফিজুর রহমানকে। সেক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে আরেক বাঁহাতি পেসার শরিফুলকে। এ ছাড়া শামীম পাটোয়ারীর জায়গায় জাকের আলীকে দেখা যেতে পারে একাদশে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মাহেদী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।