অনুতপ্ত স্থানীয় আলেমরা; সেই মাঠে নারীদের খেলতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ AM

জয়পুরহাটের আক্কেলপুরে নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি ও মাঠের টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় স্থানীয় আলেম সমাজের নেতারা অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন। তাঁরা জানিয়েছেন, নারীদের ফুটবল খেলা নিয়ে তাঁদের কোনো আপত্তি নেই।

গত ২৮ জানুয়ারি আক্কেলপুর উপজেলায় নারী ফুটবল ম্যাচ বন্ধ করতে বিক্ষুব্ধ মুসল্লি, রাজনৈতিক ব্যক্তি ও মাদরাসার ছাত্ররা তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। এরপর প্রশাসন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। পরে, জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী এবং পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলেম সমাজের নেতারা বলেছেন, তারা ভুল বুঝতে পেরেছেন এবং এই ঘটনার জন্য দুঃখিত। তারা দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে নারীদের ফুটবল খেলা নিয়ে আর কোনো বাধা সৃষ্টি করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

আলেম সমাজের নেতা মাওলানা আব্দুস সামাদ বলেন, ভুল বোঝাবুঝির কারণে যা ঘটেছে, তার জন্য তারা সমঝোতা চাচ্ছেন। তিনি আরও জানান, এই ধরনের ঘটনা পুনরায় না ঘটানোর জন্য তারা আলোচনার মাধ্যমে সমাধান চান।

এদিকে, স্থানীয় নেতারা জানিয়েছেন, খেলাধুলা নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বাধা সৃষ্টি না করার জন্য তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন।