ইসরায়েলি প্রযুক্তি সংস্থার নজরদারিতে হোয়াটসঅ্যাপ
মেটার জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তাদের ৯০ জন ব্যবহারকারীর ওপর নজরদারি চালিয়েছে ইসরায়েলি প্রযুক্তি সংস্থা প্যারাগন সলিউশনস। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হোয়াটসঅ্যাপের এক কর্মকর্তা জানিয়েছেন, প্যারাগন সলিউশনসকে সতর্ক করে একটি চিঠি পাঠানো হয়েছে। তবে, যাদের ওপর নজরদারি চালানো হয়েছে, তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। হামলার ডেটা কানাডার ইন্টারনেট নজরদারি গ্রুপ সিটিজেন ল্যাবকে সরবরাহ করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছেন, এই সাইবার হামলা বিশেষভাবে ইউরোপের সাংবাদিক এবং সিভিল সোসাইটির সদস্যদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে সিটিজেন ল্যাবকেও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তাদের প্রধান লক্ষ্য হল মানুষের ব্যক্তিগত যোগাযোগের নিরাপত্তা রক্ষা করা এবং তারা এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে, প্যারাগন সলিউশনসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।