ছাত্রদলের দাবিতে স্থগিত রাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ PM

ছাত্রদলের দাবির মুখে পেছাল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। আগামী ১৬ অক্টোবর নতুন নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় চলছে কমপ্লিট শাটডাউন। এমন পরিস্থিতিতে আসন্ন রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শেখ নুর উদ্দিন আবীর বলেন, পোষ্য কোটা ইস্যু এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের মধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা একেবারেই নেই। অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে গেছে। এমন পরিস্থিতিতে আসন্ন রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর সুষ্ঠু এবং গণতান্ত্রিক উপায়ে সম্ভব নয়। উৎসবমুখর ও গ্রহণযোগ্য করতে পূজার পর নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।

৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর বহু প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত দুটি শক্তি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির। তবে ছাত্রদল বিভিন্ন অজুহাতে নির্বাচন পেছানোর পায়তারা করছিলেন বলে অভিযোগ ছিল। এছাড়া ছাত্রদলকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ সুবিধা দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। ছাত্রদলের কথায় মনোনয়ন বিক্রি ২ মাস পিছিয়েছিল রাবি। এবার তাদের কথায় রাকসু নির্বাচনই পিছিয়ে দিল প্রশাসন।