'আশিকি থ্রি' বাদ পড়ছেন তৃপ্তি! যা বললেন পরিচালক
২০১৩ সালে মুক্তি পাওয়া মোহিত সুরি পরিচালিত ‘আশিকি টু’ ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল এবং তারপরে এক দশক কেটে গেছে। বর্তমানে ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে।
ভারতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির প্রতিটি প্রধান নায়িকার মধ্যে একটি বিশেষ ধরনের সারল্য দেখা গেছে, যা ছবির গল্প ও সুরের সঙ্গে মিশে গিয়ে তার জনপ্রিয়তার অন্যতম কারণ হয়ে উঠেছে।
এদিকে, ‘আশিকি থ্রি’-তে কার্তিক আরিয়ানকে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে। আরিয়ানের বিপরীতে অভিনয় করার কথা ছিল তৃপ্তি দিমরির। তবে ‘আশিকি থ্রি’-তে তৃপ্তির বাদ পড়ার গুঞ্জন উঠেছে।
তৃপ্তির অভিনয়শৈলী অবশ্যই দর্শকদের নজর কেড়েছে। বিশেষত, 'অ্যানিম্যাল' ছবিতে তার সাহসী দৃশ্যগুলি ব্যাপক চর্চার বিষয় ছিল। তবে সম্প্রতি একাধিক সাহসী চরিত্রে অভিনয় করার কারণে নির্মাতারা মনে করছেন, তৃপ্তির সহজসরল নায়িকার চরিত্রে অভিনয় করা কঠিন হতে পারে। তাই বর্তমানে ছবির জন্য নতুন মুখ খোঁজা হচ্ছে।
তবে এই খবর সম্পর্কে অনুরাগ বসু বলেছেন, "এটি সত্যি নয়। তৃপ্তি নিজেও জানেন যে এমন কোনও ঘটনা ঘটেনি।"
প্রসঙ্গত, ‘আশিকি থ্রি’-এর শুটিং আগামী ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হতে পারে, তবে ছবির নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।