স্বাধীনতা বিষয়টা চলে গেছে জীবন থেকে: তৃপ্তি দিমরি
রণবীর কাপুরের সঙ্গে 'অ্যানিমেল' সিনেমায় অভিনয় করার পর থেকে জনপ্রিয়তা বেড়েছে অভিনেত্রী তৃপ্তি দিমরির। একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। এরই মধ্যে তৃপ্তির দাবি, জীবন থেকে নাকি স্বাধীনতা হারিয়ে যাচ্ছে তার। তিনি মনে করেন, এই ‘অ্যানিম্যাল’ ছবিতেই অভিনয় করার পর থেকেই যেন এই দশা অভিনেত্রীর।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানালেন তৃপ্তি। যত দিন যাচ্ছে, চর্চার কেন্দ্রে উঠে আসছেন ঠিকই। তবে খ্যাতির সঙ্গে সমালোচনাও রয়েছে তৃপ্তিকে নিয়ে। ‘মেরে মেহবুব’ নামে একটি ছবির গান মুক্তির পর থেকেই সমালোচিত তিনি। সেখানে নাচের একটি ভঙ্গিতে আপত্তি জানিয়েছে নেটিজেনদের একাংশ।
এদিকে খ্যাতির সঙ্গে আসে খ্যাতির বিড়ম্বনাও। তাই ক্রমশ স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার হারাচ্ছেন অভিনেত্রী। তৃপ্তি বলেন, ‘অ্যানিম্যাল মুক্তি পাওয়ার আগে এক দিন আমি বাজারে গিয়েছিলাম। কোনও অসুবিধা হয়নি। অভিনেতারা খ্যাতি চান। কিন্তু আমি স্বাধীনতাও পছন্দ করি। আমি রাস্তায় হাঁটতে, বের হতে পছন্দ করি। কে, কী ভাবছে, এই সব না ভেবে আমি বন্ধুদের সঙ্গে বেড়াতে পছন্দ করি। কিন্তু, এখন বিষয়টা বদলে গেছে। আমি আর স্বাধীন নেই। স্বাধীনতা বিষয়টাই চলে গেছে জীবন থেকে।’
অভিনেত্রী জানান, তিনি খ্যাতি উপভোগ করছেন ঠিকই। কিন্তু স্বাধীন ভাবে ঘুরতে না পারায় আক্ষেপও হচ্ছে। তার কথায়, ‘এই একটা বিষয়ই আমি এখনও ঠিক মেনে নিতে পারি না। আমি নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করি। মনে আছে, কার্টার রোডে আমি হাঁটতে যেতাম, খেতাম। কিন্তু এখন এগুলো করতে পারি না। অনেক সতর্ক থাকতে হয়। এই একটা বিষয়ই আমার ভাল লাগে না। এ ছাড়া এখন যে সময়টা কাটাচ্ছি তার সবটাই।’