রাজধানীতে সকালেই নামলো সন্ধ্যার অন্ধকার! মুষুলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৪, ০৮:৫৩ AM

প্রায় পুরো এপ্রিলমাস জুড়ে টানা তাপপ্রবাহ বৃদ্ধির পর গত এক সপ্তাহ দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন আবহাওয়া থাকতে পারে আরও ৪ থেকে ৫ দিন।

আজ শনিবার (১১ মে) ভোর ৬টার পরই হঠাৎ রাজধানী ঢাকার আকাশ কালো হয়ে আসে। সকালেই মনে হচ্ছিল, রাজধানীতে নেমেছে সন্ধ্যা। বইতে থাকে ঝোড়ো হাওয়া। সকাল ৭টার কিছু সময় পর থেকে শুরু হয় মুসলধারে বজ্রসহ বৃষ্টি।

নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছিল, আজ শনিবার ভোর ৫টা থেকে বেলা ১টার মধ্যে ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়, এই সময় রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতেও বলা হয়েছে পূর্বাভাসে।