বৃষ্টিতে তলিয়ে গেছে নিউমার্কেট এলাকা

রাজধানীতে গতকাল থেকেই মুষুলধারে বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকেই আবারও শুরু হয়েছে বৃষ্টি। দুপুর ১২টা পর্যন্ত অন্তত ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের তথ্য। বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে গেছে। এমনকি বড় সড়কেও পানি আটকে আছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর আজিমপুর থেকে নিউমার্কেট এলাকার রাস্তা বৃষ্টিতে তলিয়ে গেছে। হাটু সমান পানি জমে গেছে। এতে বিপাকে পড়েছেন পথচারীরা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ দুপুর ১২টার দিকে বলেন, সকাল ৬টা থেকে এখন পর্যন্ত রাজধানীতে ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে দেশের অন্যত্রও। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম।
যদিও আজ রাজধানীতে আর বৃষ্টির সম্ভাবনা কম বলে জানান তিনি। আবার আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।