ইনফিনিক্স নিয়ে এল বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন; রয়েছে যেসব ফিচার

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ০১:০৪ PM

দেশের বাজারে ইনফিনিক্স নিয়ে এল ‘হট ৫০ প্রো প্লাস’ স্মার্টফোন। ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটি মাত্র ৬.৮ মিলিমিটার পুরু। ইনফিনিক্সের দাবি অনুযায়ী এটি-ই বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন। থ্রিডি-কার্ভড ডিজাইনের ডিসপ্লে সমৃদ্ধ এই স্মার্টফোনটিতে রয়েছে আরও বেশ কিছু ফিচার। এই ফিচারগুলো তরুণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই অন্তর্ভুক্ত করা হয়েছে।

তরুণদের আকৃষ্ট করতে ফোনটিতে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন সন্নিবেশিত হয়েছে। ফলে এর ডিজাইন যেমন নজরকাড়া তেমনি টেকসইও বটে। ফেদারলাইট উইং ডিজাইনের সাথে স্লিম থ্রিডি-কার্ভড ডিসপ্লে-  এই দুটোর সমন্বয় ফোনটিকে অনেক বেশি নান্দনিক করে তুলেছে।

ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস স্মার্টফোনটিতে আছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ব্যবহারকারীরা এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটে ভিডিও উপভোগ করতে পারবেন। এছাড়া কর্নিং গরিলা গ্লাসের স্ক্রিনটি যথেষ্ট সুরক্ষিত ও স্ক্র্যাচ-প্রতিরোধী। ফলে ব্যবহারকারীরা পাবেন শক-প্রুফ অভিজ্ঞতা। 

ফোনটির আলট্রা-স্লিম ডিজাইন সম্ভব হয়েছে এর টাইটানউইং আর্কিটেকচারের কল্যাণে। স্লিম ডিজাইনের ক্ষেত্রে এটি অনন্য এক অর্জন। সুপার স্লিম হট ৫০ প্রো প্লাস-এর কাঠামো ফেদারলাইট উইং ডিজাইন ও টাইটান আর্মার প্রোটেকশনকে সমন্বয় করে তৈরি করা হয়েছে। আর তাই ওজনে হালকা হওয়া সত্ত্বেও এর বাহ্যিক কাঠামো বেশ শক্তপোক্ত।

ইনফিনিক্সের হট ৫০ প্রো প্লাস ফোনে অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে হেলিও জি১০০ প্রসেসর। ফলে গেমিং ও মাল্টিটাস্কিং-এর মতো কাজ অনায়াসে করা যাবে বলেই নির্মাতাদের দাবি। ইনফিনিক্স বলছে, ফোনটির পারফর্মেন্সে প্রতিফলিত হবে গতি ও কার্যকারীতা। ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি আভ্যন্তরীণ স্টোরেজ সক্ষমতার সাথে টিইউভি এসইউডি সার্টিফিকেশন ব্যবহারকারীদের ৫ বছর পর্যন্ত ল্যাগ-মুক্ত পারফর্মেন্সের নিশ্চয়তা দিচ্ছে।  

৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (আওয়ার) সক্ষমতার ব্যাটারির পাশাপাশি ফাস্ট চার্জিং-এর জন্য রয়েছে ৩৩ ওয়াটের অ্যাডভান্সড ফাস্টচার্জ। উপরি পাওনা হিসেবে আছে বাইপাস চার্জিং ও ওভারনাইট চার্জিং প্রতিরোধের সুবিধা, যা এর ব্যাটারি স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হবে। উল্লেখ্য, হট ৫০ প্রো প্লাস ফোনটির ব্যাটারি ইনফিনিক্স এমনভাবেই ডিজাইন করেছে যাতে করে এটি ৪ বছর স্থায়ী হয়। 

 আইপি ৫৪ রেটিং প্রাপ্ত হওয়ায় ইনফিনিক্সের এই ফোনটি ধূলা ও পানি থেকে সুরক্ষিত থাকবে। পাশাপাশি এর ওয়েট ও গ্রিজি টাচ প্রিসিশন ফিচারটির কল্যাণে ভেজা বা তৈলাক্ত অবস্থাতেও নির্ভুল ও কার্যকর টাচ রেসপন্সের নিশ্চয়তা দিচ্ছে এই ফোনটি। সার্বিকভাবে দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী করেই তৈরি করা হয়েছে এই ডিভাইসটিকে।  

ইনফিনিক্সের হট ৫০ প্রো প্লাস-এ থাকছে ৫০ মেগাপিক্সেল মানের মূল ক্যামেরা। সাথে ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে। এআই নাইট মোড, এআই ফেস ডিটেকশন ও এআই ভয়েস ক্যাপচারসহ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিভিন্ন ফিচারের সহায়তায় সৃজনশীল সব ছবি তুলতে পারবেন ব্যবহারকারীরা। 

এছাড়া এআই ভয়েস ক্যাপচার ফিচারটি ব্যবহার করে টাচ কমান্ডের পরিবর্তে শুধু ভয়েজ কমান্ড দিয়েই ছবি তোলা যাবে এই ফোনটিতে। ইনফিনিক্সের উদ্ভাবনী ক্ষমতার সেরাটুকু দিয়ে তৈরি হট ৫০ প্রো প্লাস স্মার্টফোনটি তাই উন্নত পারফর্মেন্স ও আকর্ষণীয় স্টাইলের পাশাপাশি দীর্ঘদিন ব্যবহারের প্রতিশ্রুতি দিচ্ছে। 

স্মার্টফোনটি ৩টি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে- টাইটানিয়াম গ্রে, ড্রিমি পার্পল ও স্লিক ব্ল্যাক। বাংলাদেশে ইনফিনিক্সের অফিসিয়াল রিটেইল স্টোর ও ব্র্যান্ড স্টোরগুলোর পাশাপাশি হট ৫০ প্রো প্লাস পাওয়া যাচ্ছে অনলাইনেও। ফোনটির দাম ২৩,৯৯৯ টাকা। 

দেশের বাজারে ইনফিনিক্সের হট ৫০ সিরিজের আরও তিনটি মডেল পাওয়া যাচ্ছে। হট ৫০ আই, হট ৫০ এবং হট ৫০ প্রো- এই মডেল তিনটির দাম যথাক্রমে ১৩,৯৯৯, ১৬,৯৯৯ এবং ১৮,৯৯৯ টাকা।

হট ৫০ প্রো প্লাস মডেলটিকে ইনফিনিক্স এমনভাবে সাজিয়েছে যাতে করে মাঝারি বাজেটের মধ্যেও একটি হাই-এন্ড ফ্ল্যাগশিপ ফোনের আবহ উপলব্ধি করতে পারেন ব্যবহারকারীরা। কাজটি কঠিন হলেও ইনফিনিক্স যে আন্তরিকতার সাথেই চেষ্টা করেছে তাতে কোনো সন্দেহ নেই।