ফেসবুক-ইনস্টাগ্রামে বন্ধ হচ্ছে রাজনৈতিক বিজ্ঞাপন!

রাজনৈতিক বিজ্ঞাপন না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে মার্ক জাকারবার্গের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান মেটা। আগামী অক্টোবর থেকে ইউরোপের বাজারে মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে আর কোনো রাজনৈতিক, নির্বাচনী কিংবা সামাজিক ইস্যুভিত্তিক বিজ্ঞাপন প্রচার করা হবে না। এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয় গত শুক্রবার (২৫ জুলাই)।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোতে তারা রাজনৈতিক, নির্বাচনকেন্দ্রিক ও সামাজিক ইস্যুভিত্তিক বিজ্ঞাপন থেকে বিরত থাকবে।
প্রসঙ্গত, অক্টোবরেই ইউরোপিয়ান ইউনিয়ন রাজনৈতিক বিজ্ঞাপন বিষয়ে নতুন স্বচ্ছতা নীতিমালা (Transparency Rules) কার্যকর করতে যাচ্ছে। এটি ইউরোপে সক্রিয় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য বাধ্যতামূলক হবে।
ইইউ’র আসন্ন নীতিমালা মেনে চলা এড়াতেই মেটা সিদ্ধন্ত নিয়েছে তাঁরা ইউরোপের বাজারে অক্টোবর থেকে আর কোনো রাজনীতিবিষয়ক বিজ্ঞাপন চালাবে না। কেননা বিজ্ঞাপন চালাতে হলে অবশ্যই মেনে চলতে হবে ইইউ’র স্বচ্ছতা নীতিমালা। ইতোমধ্যেই এই নীতিমালার সমালোচনা করেছে জাকারবার্গের প্রতিষ্ঠান।
রাজনৈতিক বিজ্ঞাপন সম্পর্কিত স্বচ্ছতা নীতিমালা প্রণয়নের মূল লক্ষ্য হলো নির্বাচনের সময় তথ্য বিকৃতি ও বিদেশি হস্তক্ষেপ ঠেকানো। ইউরোপিয়ান ইউনিয়নের এই নতুন নীতিমালার আওতায় ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে বাধ্যতামূলকভাবে জানাতে হবে তাদের প্ল্যাটফর্মে প্রকাশিত রাজনৈতিক বিজ্ঞাপন কোনো রাজনৈতিক দল বা নেতার অর্থায়নে চালানো হয়েছে কি না।
এতে করে নাগরিকরা সহজেই রাজনৈতিক প্রচারণামূলক কনটেন্ট শনাক্ত করতে পারবেন। একইসঙ্গে টার্গেটেড বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়েও প্ল্যাটফর্মগুলোকে তথ্য প্রকাশ করতে হবে।
মেটা এই বিধিনিষেধ থেকে নিজেদের দূরে রাখতে চাইছে। প্রতিষ্ঠানটি ইউরোপিয়ান ইউনিয়নের আসন্ন নীতিমালাকে অতিমাত্রায় কঠোর ও সীমাবদ্ধ বলেও উল্লেখ করেছে। মেটার মতে, নতুন নিয়মগুলো জটিলতা বাড়াবে এবং আইনি অনিশ্চয়তার পরিবেশ তৈরি করবে।
সূত্র: মেটা, ইউরো নিউজ