জুলাই নিয়ে ঢাবিতে বিশেষ প্রদর্শনী
-1021118.jpg?v=1.1)
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত ৩১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগে আয়োজিত হয় একটি বিশেষ আয়োজন। বিভাগটির দুই সংগঠন—বাহাস-টিএফপি ডিবেটিং ক্লাব এবং টিএফপি ফটোগ্রাফি ক্লাব—এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনী, যার শিরোনাম ছিল ‘তারুণ্যের চোখে জুলাই’।
এই আলোকচিত্র প্রদর্শনী জুলাইয়ের সেই স্মৃতিগুলো যেনো পুনরায় উজ্জীবিত করে তুলেছে, একই সাথে আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতায় ‘জুলাই পরবর্তী বাংলাদেশ’ গঠনের বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়ও উঠে এসেছে।
সকাল সাড়ে ১১ টায় বিতর্ক প্রতিযোগিতা দিয়ে শুরু হয় এই দিনব্যাপী আয়োজন। বিতর্কের সেমিফাইনাল শেষে দুপুর ২ টায় ফটোএক্সিবিশন উদ্বোধনীর মাধ্যমে টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রথম ফটোওয়াল 'ছায়াখেলার' উদ্বোধন হয়। ফটোগ্রাফি ক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এই দেয়ালটিকে একটি আলোকচিত্র প্রদর্শনীর দেয়াল হিসেবে রূপ দেওয়া হয়েছে।
বিকাল ৩ টায় বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হয়। বিভাগের কনিষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের দল 'তারস্বর' বিজয়ী হওয়ার মাধ্যমে এই প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতা শেষে বাহাসের ক্লাব মডারেটর খন্দকার রুবাইয়াত মুরসালিনকে ও বাহাসের প্রতিষ্ঠাতা সভাপতি জারিন তাসনীম রোজা ও সাধারণ সম্পাদক দূর্জয় রয়কে সম্মানিত করা হয়।
মডারেটর সম্মাননা তুলে দেন আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতার অতিথি বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন ও সহ-সভাপতি মেহেদি হাসানের হাতে৷ এরপর একে একে বিতর্ক ও ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার ও সার্টিফিকেট তুলে দেওয়ার মাধ্যমে শেষ হয় 'তারুণ্যের চোখে জুলাই' আয়োজন।