অবশেষে সরিয়ে নেওয়া হলো ইন্সটাগ্রামের সেই ‘বিরক্তিকর’ ফিচার!
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর একটি হলো ইন্সটাগ্রাম। বিশ্বজুড়ে প্রতি মাসে ২০০ কোটি ব্যবহারকারী সক্রিয় থাকে ইন্সটাগ্রামে। ছবি শেয়ার ও স্টোরি তৈরির জন্য তরুণদের মাঝে দারুন জনপ্রিয় মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি।
আকাশছোঁয়া জনপ্রিয়তা সত্ত্বেও ইন্সটাগ্রামের একটি ফিচার নিয়ে ব্যবহারকারীরা বেশ অনেকদিন ধরেই বিরক্ত ছিল। ফিচারটি সরিয়ে নেওয়ার বা পরিবর্তন করার জন্য দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিলো তারা। অবশেষে তাতে কর্ণপাত করেছে ইন্সটাগ্রাম, সরিয়ে নিয়েছে বিরক্তিকর ফিচারটি।
কোন ফিচারটি সরিয়ে নিল ইন্সটাগ্রাম?
এতদিন ইন্সটাগ্রাম ওপেন হওয়ার পর প্রথমেই আগে থেকে লোড হয়ে থাকা বা ক্যাশ মেমোরিতে থাকা ফিডগুলো দেখাতো এবং একই সময়ে নতুন কনটেন্টও (ইমেজ ও ভিডিও) লোড হতো। লোড হওয়ার পর পরই অ্যাপটির ফিড রিফ্রেশ হতো।
দীর্ঘদিন ধরে এটাই ছিল ইন্সটাগ্রামের স্ট্যান্ডার্ড অপারেশন। বিষয়টি ইউজার এনগেজমেন্টের জন্য ভালো হলেও ব্যবহারকারীদের অনেকের কাছেই বিরক্তির কারণ ছিল। কেননা ব্যবহারকারীরা হয়তো মাত্রই কোনো পোস্ট পড়তে বা ভিডিও দেখতে শুরু করেছেন ঠিক তখনই ইন্সটাগ্রামের ফিড রিফ্রেশ হয়ে পোস্টটি বা ভিডিওটি একেবারে উধাও হয়ে যেত।
অবশেষে পরিবর্তন হলো ‘ফিড রিফ্রেশ’ ফিচারটি
ইন্সটাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি সম্প্রতি জানিয়েছেন যে, এখন থেকে অ্যাপটি ওপেন হওয়ার পর ফিড রিফ্রেশ হবে না। বরং এমন ফিড দেখাবে যেটা নতুন কনটেন্ট লোড হওয়ার পরেও উধাও হয়ে যাবে না। ফলে ব্যবহারকারীরা নির্বিঘ্নে পুরাতন ফিড উপভোগ করতে পারবেন।
সূত্র: টেকরাডার