জয়ের দেখা পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০৯:২১ PM

মাঝারি লক্ষ্য তাড়ায় শুরুতেই পাথুম নিশাঙ্কার উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা। তবে তিনে নামা কুশল মেন্ডিস সেই চাপ সামলে নেন দুর্দান্তভাবে। নিশান মাদুশকাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে মাত্র ৪৫ বলে গড়েন ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। মেন্ডিস ঝোড়ো ব্যাটিংয়ে ৩১ বলে করেন ৫৬ রান, আর মাদুশকার ব্যাট থেকে আসে ২৫ বলে ১৭।

তিন উইকেট হারিয়ে দলীয় শতরান স্পর্শ করে জয় নিশ্চিতের পথেই ছিল লঙ্কানরা। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশি স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে ব্যাটিং লাইনআপে ধস নামে। মাত্র ৬ রান করা আসালঙ্কাকে ফেরান শামীম হোসেন, আর সেখান থেকেই শুরু হয় শ্রীলঙ্কার বিপর্যয়।

এরপর কামিন্দু মেন্ডিসকে ফেরান তানভীর। আর দুনিথ ভেল্লালেগেকে দ্রুত সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান শামীম।

৩২ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান। বাকি ১৮ ওভার থেকে জয়ের জন্য তাদের আরো করতে হবে ১১২ রান। হাতে আছে ৪ উইকেট।

এর আগে ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন।