পাহাড়েও কঠিন শীত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:২৩ PM

পাহাড়ে পাহাড়ে জেঁকে বসেছে শীত। ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়ছে পাহাড়ি জনপদ। বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি দুর্গম এলাকার পাহাড়ে পাহাড়ে পুরোদমে বাড়ছে শীতের তীব্রতা। দুর্গম পাহাড়ের বেশিরভাগ মানুষেরই দরিদ্রসীমার নিচে বসবাস।

তাই এই শীতের শুরুতেই গরম কাপড়ের অভাবে থর থর করে কাঁপছে হতদরিদ্র পাহাড়ি জনপদের মানুষ। তা ছাড়া গত এক সপ্তাহ ধরে জেলাজুড়ে ঘনকুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। একই সঙ্গে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে।

বান্দরবান প্রথম শ্রেণির আবাহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন ১০ দশমিক ২ এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তা ছাড়া দুদিন পর চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্যঞ্চলে শীত বাড়ানো পাশপাশি গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে এর আগে বুধবার (১৭ জানুয়ারি) বান্দরবানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ২২ দশমিক ২৭ ডিগ্রি সেলসিয়াস।