দেশের আকাশে চাঁদ দেখা গেছে; কাল থেকে রোজা শুরু
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রোজা। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানানো হয়। সে হিসেবে আজ রাতেই তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
উল্লেখ্য, এর আগে গতকাল চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যসহ অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে। গতকাল রবিবার দিবাগত রাত থেকে এসব দেশের ধর্মপ্রাণ মুসলমানরা আজ রোজা রেখেছে।
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ সোমবার চাঁদপুরের প্রায় ৪০ গ্রাম ও শরীয়তপুরের ৩০ গ্রামের মানুষেরা রোজা রেখেছেন। প্রতিবছরই তারা সৌদির সঙ্গে মিল রেখে রোজা রেখে থাকেন।