আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হলো ইজতেমার প্রথম পর্ব

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৫ AM

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার ‘প্রথম পর্বের প্রথম ধাপ’।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয়ে মোনাজাত শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। এই মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ।

মোনাজাতে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। এদিন যতদূর চোখে দেখা যায় ততদূর পর্যন্ত মুসল্লিদের ঢল দেখা গেছে। লাখো মুসল্লি একত্রিত হয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয় বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত। শুরুর দিন থেকে তিন দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশগ্রহণ করেছেন।

এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপে অংশগ্রহণ করেছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। ৮ দিন বিরতির পর ১৪ ফেব্রুয়ারি থেকে ভারতের মাওলানা সাদ অনুসারীরা দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা আয়োজন করবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা শেষ হবে।

বাংলাদেশে প্রথম বিশ্ব ইজতেমার আয়োজন হয়েছিল ১৯৪৬ সালে কাকরাইল মসজিদে। লোকসংখ্যা বাড়তে থাকায় পরবর্তীতে চট্টগ্রামের হাজি ক্যাম্প, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পর ১৯৬৭ সাল থেকে নিয়মিত টঙ্গীর তুরাগ তীরে আয়োজন হয়ে আসছে বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতের দিন তাবলিগের সাথী ছাড়াও সাধারণ মুসলমানরা ভিড় জমিয়ে এই অনুষ্ঠানটি উপলক্ষে তুরাগ তীরে আসেন, যা পুরো টঙ্গী এলাকায় ব্যাপক জনসমাবেশ তৈরি করে। অনেকে আগের রাতেই ময়দানের আশপাশে অবস্থান নেন।