কী হচ্ছে নেপালে?
-1080821.jpg?v=1.1)
বাংলাদেশের হাওয়া লেগেছে এশিয়ার একমাত্র হিন্দু রাষ্ট্র নেপালে। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে তরুণদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে নেপাল সরকার। সেই সঙ্গে বাংলাদেশ ও নেপালের মধ্যকার প্রীতি ম্যাচও স্থগিত করেছে দেশটি।
সোমবার (৮ আগস্ট) সন্ধায় জরুরী সভায় বসে সরকার ও নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তারা। সেখানে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।
আগামীকাল (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাংলাদেশের অনুশীলন স্থগিত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, নেপাল সময় বিকেল সোয়া ৩টায় আমাদের অনুশীলন নির্ধারিত ছিল। কিন্তু দুপুর আড়াইটার দিকে জানানো হয়, বাইরের অবস্থা উত্তপ্ত। তাই অনুশীলনের জন্য রওনা হওয়া সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশ দল হোটেলেই নিরাপদে অবস্থান করছে।
প্রথম ম্যাচের পর গতকাল অনুশীলনে নেমেছিল নেপাল দল। তবে বাংলাদেশ শিবিরে ছিল বিশ্রামের দিন। তবে বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে কিনা সেটাই দেখার বিষয়।
এদিকে তরুণদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার পর অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে এএফপি। কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র শেখর খানাল এএফপিকে বলেছেন, দুঃখজনকভাবে ১৬ জনের মৃত্যু হয়েছে। পুলিশসহ প্রায় ১০০ জন চিকিৎসাধীন রয়েছে।