সালাতের আরকার ও আহকামসমূহ একত্রে
নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ ও দ্বিতীয় রুকন। যা প্রাপ্ত বয়স্ক, সুস্থ্য মস্তিষ্কসম্পন্ন মুসলিম পুরুষ ও মহিলার জন্য আদায় করা ফরজ। নামাজকে বেহেশতের চাবি বলা হয়। তাই নামাজকে যথাযথভাবে আদায় করা জরুরী। নামাজের বাইরে এবং ভেতরে মোট ১৩টি কাজ করা ফরজ। এগুলো না করলে নামাজ হয় না। তাই এ ১৩টি ফরজ কাজ জানা সব মুসলিমের জন্য জরুরী। আসুন আমরা নামাজের ফরজ কাজগুলো কী তা জেনে নেই।
নামাজের বাইরে ৭টি কাজ ফরজ। এগুলোকে নামাজের আহকাম বলা হয়।
১. শরীর পবিত্র হওয়া।
২. কাপড় পবিত্র হওয়া।
৩. নামাজের জায়গা পবিত্র হওয়া।
৪. সতর ঢাকা (অর্থাৎ পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের চেহারা, দুই হাত কবজি পর্যন্ত ও পায়ের পাতা ছাড়া গোটা শরীর ঢেকে রাখা। মনে রাখা আবশ্যক, পর্দার ক্ষেত্রে নারীদের পুরো শরীর সতরের অন্তর্ভুক্ত)।
৫. কিবলামুখী হওয়া।
৬. ওয়াক্তমতো নামাজ পড়া।
৭. অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা।
নামাজের ভেতরে ৬টি কাজ ফরজ। এগুলোকে আরকান বলা হয়। ১. তাকবিরে তাহরিমা অর্থাৎ শুরুতে আল্লাহু আকবার বলা।
২. দাঁড়িয়ে নামাজ পড়া।
৩. কিরাত পড়া
৪. রুকু করা।
৫. দুই সিজদা করা।
৬. শেষ বৈঠক (নামাজের শেষে তাশাহহুদ পরিমাণ বসা)
বি.দ্র. : নামাজি ব্যক্তির নিজস্ব কোনো কাজের মাধ্যমে (যেমন, সালাম ফেরানো ইত্যাদি) নামাজ থেকে বের হওয়াও একটা ফরজ।
নামাজের কোনো ফরজ বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। সাহু সিজদা করলেও নামাজ সহিহ হয় না।