শান্তিপূর্ণ কর্মসূচি করলে বাধা দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪, ০৬:৩৮ PM

ওবায়দুল কাদের বলেন, বিএনপির তথাকথিত আন্দোলনের সুনির্দিষ্ট কোনো রূপরেখা কেউ দেখেনি এবং তাদের আন্দোলনের বিষয়টি স্পষ্ট না। একবার তারা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে, আবার নির্বাচন বানচালের জন্য আন্দোলন করে। আসলে বারবার তথাকথিত আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়ে তারা রাজনৈতিক আন্দোলনকে হাসি-তামাশায় পরিণত করেছে। আসলে তাদের আন্দোলনের কথা শুনলে এখন ঘোড়াও হাসে।

শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার বিএনপির আছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, তবে আন্দোলনের নামে ২৮ অক্টোবরের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে, মানুষ পুড়িয়ে মারে, জননিরাপত্তা বিঘ্নিত করে, সেই অবস্থায় সংশ্লিষ্ট সংস্থা যথাযথ পদক্ষেপ নেবে।

শান্তিপূর্ণ কর্মসূচি করলে বিএনপিকে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। এটা গণতান্ত্রিক রীতি-নীতির বাইরে নয়।