দেশি-বিদেশি বিভিন্ন মহল গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩, ০৫:৩৯ PM

জাতির প্রয়োজনে আগের মতোই গণমাধ্যমকে সোচ্চার থাকতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন বিষয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করে যাচ্ছে একটি মহল।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে সচিবালয়ে ‘গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির’ সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় গুজব ছড়িয়েছে। গুজব ছড়ানোর জন্য তারা টাকাও দিচ্ছে। একটি রাজনৈতিক মহল থেকে গুজব ছড়ানোর জন্য অর্থ দেয়া দুঃখজনক। আগের মতো এখন আর গুজব ছড়িয়ে কেউ পার পাবেন না। বিদেশে বসে গুজব ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সেই দেশের আইনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অপরাধ প্রবণতা কমানোর জন্য সত্যিকার অর্থেই কেউ অপরাধ করে থাকলে তাকে বিচারের আওতায় আনা হবে।