পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ থেকে শুরু হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন। হরতালের মধ্যেই আজ রোববার ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
খুদে বার্তায় বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে হরতালের প্রথম দিনে আজ রোববার সকালে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে সিএনজি অটোরিকশায় ককটেল হামলার ঘটনা ঘটেছে। এছাড়া জামালপুরের সরিষাবাড়ীতে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুনের ঘটনাও ঘটেছে। হরতালের আগের দিন শনিবারও দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুনের ঘটনা ঘটে।