নভেম্বরে গণভোটের দাবিতে মাঠে ৮ দল

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০২:০১ PM

জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে আগারগাঁওয়ে দলগুলো সমবেত হয়। এ সময় জামায়াতে ইসলামী পাকামার্কেটের পাশে অবস্থান নেয়, আর অন্য দলগুলো নির্বাচন ভবনের সামনে পৃথকভাবে সমাবেশ করে।

সরেজমিনে দেখা যায়, আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সামনে ও মেট্রোরেল স্টেশনের কাছে পাকামার্কেট সংলগ্ন সড়কের পাশে অস্থায়ী মঞ্চ করে রাজনৈতিক দলের সদস্যরা সমাবেশ করছে। এ সময় তাদের নভেম্বরে গণভোট, জোট হলেও নিজ দলের প্রতীকে ভোটসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। একইসঙ্গে দাবি আদায় না হলে নুরুল হুদা কমিশনের মতো বর্তমান কমিশনেরও পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। 

বক্তারা আরও বলেন, জুলাই সনদের আইনিভিত্তি দিতে নভেম্বরেই গণভোট না হলে অভ্যুত্থান বিনষ্ট হওয়ার ক্ষেত্র তৈরি হবে।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মোট পাঁচটি দাবিতে আজকের এই সমাবেশ করেছে।

দাবিগুলো হলো- 
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা। 
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। 
৪. ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং 
৫. ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলা ১২টার দিকে দলগুলোর শীর্ষ নেতাদের সমন্বয়ে প্রতিনিধিদল একে একে স্মারকলিপি দিতে আলাদা আলাদাভাবে কমিশনের কার্যালয়ে প্রবেশ করে।