নাহিদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০৮:৩৫ AM

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে- তাদের মর্যাদা, স্বীকৃতি; তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে জুলাই ঘোষণাপত্র ও বাংলাদেশের নতুন সংবিধানে।’

জনসভায় এনসিপি আহ্বায়ক আরও বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার ফ্যাসিস্টের পতন হয়েছে। কিন্তু এখনো নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হয়নি। আমাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। এখনো সেই স্বৈরাচারী সরকারের কাঠামো করে রেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই আগের স্বৈরাচার, সিন্ডিকেট লুটেরাদের রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। আমরা আন্দোলন করেছিলাম একটা নতুন বাংলাদেশের জন্য। একটা দলের পরিবর্তে আর একটা দলকে বসানোর জন্য নয়।’

বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জনতার দুয়ারে জুলাই (১ জুলাই থেকে ৩০ জুলাই ২০২৫) পর্যন্ত দেশ গড়তে জুলাই যাত্রার অংশ হিসেবে উত্তরাঞ্চলে সফরের তৃতীয় দিন দিনাজপুরে আসেন এনসিপির নেতারা।