দেশে ফিরছেন রিশাদ-নাহিদ

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার প্রভাব এবার এসে পড়েছে ক্রীড়াঙ্গনেও। সর্বশেষ পরিস্থিতির জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর বাকি ম্যাচগুলো। দুই দেশের মধ্যে চলমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে দেশে ফিরছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। পিএসএলে খেলতে গিয়ে পাকিস্তানে অবস্থান করছিলেন তারা। তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের ফেরানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা দিয়েছিল, পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) সরিয়ে নেওয়া হবে। রিশাদ ও নাহিদও সেই পরিকল্পনার অংশ হিসেবে দুবাই যাচ্ছিলেন। তবে অঞ্চলজুড়ে যেভাবে সংঘাত ছড়িয়ে পড়েছে, তাতে শেষ পর্যন্ত পিএসএল পুরোপুরি স্থগিত করে দেয় পিসিবি।
এই অবস্থায় বিসিবি দ্রুত পদক্ষেপ নেয়। খেলোয়াড়দের নিরাপদে দেশে ফেরানোর জন্য বিসিবির পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। শুধু ক্রিকেটাররাই নয়, পাকিস্তানে ছিলেন দুইজন বাংলাদেশি সাংবাদিক মাহরুশ প্রত্যয় ও তাশফিক পলক। তাদের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল বিসিবি।
চার জনই এখন দেশের পথে যাত্রা শুরু করেছেন। বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।
অনেক বিদেশি ক্রিকেটারও পাকিস্তানে খেলার ব্যাপারে অনীহা প্রকাশ করেছিলেন। এতে চাপের মুখে পড়ে পিসিবি। প্রথমে ভেন্যু বদল, তারপর নিরাপত্তা শঙ্কা—সব মিলিয়ে আর টুর্নামেন্ট চালিয়ে নেওয়ার উপায় ছিল না।
রিশাদ হোসেন পিএসএলে ভালো শুরু করেছিলেন। তার পারফরম্যান্স নিয়ে প্রশংসাও হয়েছিল। নাহিদ রানা ছিলেন অভিষেকের অপেক্ষায়। কিন্তু মাঠের খেলায় ছন্দ পাওয়ার আগেই যুদ্ধের উত্তাপে থেমে গেল সব কিছু।
কবে আবার শুরু হবে পিএসএল, তা কেউ জানে না। তবে আপাতত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে সবচেয়ে বড় সুখবর—রিশাদ ও নাহিদ নিরাপদে বাড়ি ফিরছেন।