আপনার প্রিয় ফুল কোনটি?

ঢাকার ফুসফুস রমনায় এই সময়ের ‍ফুলগুলো

নিজস্ব প্রতিবেদক
সিটিজেন জার্নাল সিটিজেন জার্নাল
প্রকাশিত: ১৮ মে ২০২৪, ০৪:০১ PM

বসন্ত এখনও ফুরিয়ে যায়নি। শাহবাগ থেকে সকালবেলায় রমনার পশ্চিম দিকের অস্তাচল তোরণ দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। বৃক্ষরাজির তলার মাটি আর ঘাস ঢেকে আছে ঝরে পড়া শুকনো পাতায়। চমৎকার লেকটাকে ডাইনে রেখে সোজা যেতেই রাস্তার পাশে খোলা জায়গায় চোখে পড়ল ফুলে ফুলে সেজে উঠেছে আমাদের রমনা।
সেখান থেকে মাথায় এলো কিছু ছবি তুলে আপনাদের দেখার সুযোগ করে দেই। চলুন তাহলে এবার দেখে নেয়া যাক এই সময়কার কিছু ফুলের ছবি। জানা হোক ফুলের নাম।

11

 

দেখে অবাক বনে যাই। কৃষ্ণচূড়ার রূপ

10

12

অলকানন্দা বা অ্যালামন্ডা বা অ্যালামান্ডা এক প্রকার Allamanda গণভুক্ত ও 'Apocynaceae' পরিবারভুক্ত গাছের ফুল। এই গাছের বৈজ্ঞানিক নাম Allamanda cathartica এবং ইংরেজিতে এই ফুলকে 'Golden Trumpet'[১] বা 'Yellow Bell' নামে ডাকা হয়। এর আদিভূমি ব্রাজিল। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাজিলের এই অ্যালামেন্ডা প্রজাতির ফুলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করেন অলকানন্দা।

 

6-(1).[2]

হলুদ কৃষ্ণচূড়া

8-(1).[1]

 

7

 

4-(1).[3]

ফুলে ফুলে রূপসী রমনা দেখে আসুন আপনিও