বাংলা গ্রামের রূপ ও প্রকৃতি
আবহমান গ্রামবাংলার রূপ বৈচিত্র্য
অপলক তাকিয়ে থাকার মতো
সরিষা ফুল আলোড়ন তুলে প্রাণে
ধনিয়া পাতার শোভা
এ ফুলের নজরকাড়া রূপ
এ কোন শিল্পীর রংতুলি দিয়ে আঁকা কোনো ছবি?
দেখার চোখ থাকলে সবই সুন্দর। প্রকৃতির রূপ-লাবণ্যের নির্যাস পেতে হলে চাই অন্তরদৃষ্টি
প্রকৃতির চিরচেনা সুন্দর ও সচ্ছল গ্রামের রূপ-বৈচিত্র্য অটুট থাকুক যুগ যুগ। আবহমান গ্রাম-বাংলার রূপ বৈচিত্র্য যেন বিলুপ্ত না হয়।