‘প্রিন্সেস ডায়ানা’ আসছে পর্দায়

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫, ০৯:০৩ PM

কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া ব্রিটিশ রাজপরিবারের সাবেক পুত্রবধূ প্রিন্সেস ডায়ানাকে নিয়ে নতুন তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। শিগগিরই এ তথ্যচিত্রের নির্মাণকাজ শুরু হবে।

ইতোমধ্যেই বিষয়টি নিয়ে নেটফ্লিক্সের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা হয়েছে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের। 

১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের প্যারিসে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন প্রিন্সেস ডায়ানা। আগামী ২০২৭ সালে প্রিন্সেস ডায়নার মৃত্যুর ৩০ বছর সম্পূর্ণ হবে। সেই দিনটিকে স্মরণ করেই এই তথ্যচিত্র নির্মাণ। ধারণা করা হচ্ছে ওই সময়েই এই তথ্যচিত্রটির সম্প্রচার শুরু হবে। 

প্রসঙ্গত, ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর সময় প্রিন্স হ্যারি ছিলেন মাত্র ১২ বছরের এক বালক। মায়ের মৃত্যু যে তার জীবনে এক বড় অভিশাপ হিসাবে নেমে এসেছিল তা তিনি সবসময়েই স্বীকার করেন। মায়ের মৃত্যু তাকে আজও তাড়া করে বেড়ায়। আর এ কারণেই মায়ের মৃত্যুর ৩০ বছরে তার স্মরণে এ এক বড় উদ্যোগ হ্যারির- তা বলাই বাহুল্য। এখন অপেক্ষা এই তথ্যচিত্রের কাজ কত দ্রুত শেষ হয়।