'অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা'- যোগদান করেই হুঁশিয়ারি রাজউক চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ০৯:৪৯ PM

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। আর কাজে যোগদান করেই অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি। বলেছেন, ‘অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রবিবার (৯ মার্চ) রাজউকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন।

রাজউক চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে তিনি রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) এবং সদস্য (পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন।

যোগদান করেই নবনিযুক্ত রাজউক চেয়ারম্যান বলেন, “আমি রাজউকে নতুন নই, সদস্য হিসেবে কাজ করেছি। রাজউকের সবাইকে বিধি মোতাবেক সব কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। যেকোনো অনিয়ম সামনে এলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজউকের জনবল সংকট রয়েছে, এ সংকট কাটিয়ে রাজধানীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

এসময় রাজউকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।