ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১০:২১ AM
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।

২১ জানুয়ারি অনুষ্ঠিত এই বৈঠকে উভয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করেন। আলোচনা বিষয়গুলির মধ্যে অন্তর্ভুক্ত ছিল যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে গ্লোবাল সাউথের ভূমিকা এবং রোহিঙ্গা সংকট।

ড. ইউনূস ২০ জানুয়ারি রাতে ঢাকা থেকে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে রওনা হন এবং ২১ জানুয়ারি বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে সেখানে পৌঁছান। সুইজারল্যান্ডে তার সফরকালীন সময়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।

এই সফরটি চার দিনব্যাপী এবং ২৫ জানুয়ারি ড. ইউনূস দেশে ফিরে আসবেন