রাজউকে হঠাৎ দুদকের অভিযান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে (রাজউক) হঠাৎ অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (১ জানুয়ারি) রাজউকের প্রধান কার্যালয়ের পূর্বাচল উপশহর প্রকল্প বিভাগে অভিযান পরিচালনা করছেন দুদকের ৬ সদস্যের একটি দল।
রাজউকের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মকর্তারা বলেন, আজ ১টার দিকে হঠাৎ করে রাজউকে প্রবেশ করেন দুদকের কর্মকর্তারা। প্রথমেই তারা যায় রাজউকের পূর্বাচল উপশহর প্রকল্প কার্যালয়ে, সেখানে তারা বিভিন্ন নথি খতিয়ে দেখছেন।
জানা গেছে, বিগত সরকারের আমলে পূর্বাচল আবাসিক প্রকল্পে বেশ কিছু প্লট বরাদ্দ দিয়েছে যা নিয়ে নানা অভিযোগ রয়েছে। সেখানে বেশ কিছু নথিপত্র খুঁজে দেখছে দুদক।