আজ অর্ধদিবস গাড়ির শোরুম বন্ধ, নেপথ্যে যে কারণ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ AM

রাজধানীর সব গাড়ি বিক্রয়কেন্দ্র আজ (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবসের জন্য বন্ধ থাকবে। শোরুমে চাঁদাবাজি ও ককটেল হামলার ঘটনার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)।

বিজ্ঞপ্তিতে বারভিডা জানিয়েছে, কয়েক মাস ধরে দুষ্কৃতকারীরা ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে টেলিফোনে হুমকি দিয়ে আসছে। এ পরিস্থিতিতে এর প্রতিবাদ ও জরুরি নিরাপত্তা বিধানের দাবি জানিয়েছে সংগঠনটি। এর অংশ হিসেবে আজ (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের সব গাড়ির শোরুম অর্ধদিবস বন্ধ রেখে প্রগতি সরণি এলাকার কোকা-কোলা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য গাড়ি ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে বারভিডা।

বারভিডার সভাপতি আবদুল হক বলেন, কয়েক মাস ধরে একটি সন্ত্রাসী গোষ্ঠী ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। কখনও কখনও দুবাই থেকেও ফোন করে হুমকি দিচ্ছে। ফোনে ব্যবসায়ীদের বলা হচ্ছে চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না। মাঝে মধ্যে মোটরসাইকেলে এসে শোরুমের সামনে ককটেল ফাটিয়ে চলে যায় দুষ্কৃতকারীরা।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের আশঙ্কা, যে কোনো সময় গাড়ির শোরুমে ভয়ানক কিছু ঘটাতে পারে সন্ত্রাসীরা। এর সঙ্গে দেশি-বিদেশি চক্র জড়িত থাকতে পারে। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এখনই ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার।