সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুমুখী গণতন্ত্রের জন্য অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার (১৭ আগস্ট) দুপুরে প্রতিবেশী দেশ ভারত আয়োজিত তৃতীয় গ্লোবাল সাউথ সামিট ২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
‘একটি টেকসই ভবিষ্যতের জন্য ক্ষমতায়িত গ্লোবাল সাউথ’ শিরোনামের এবারের আয়োজনে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘দেশের যুব প্রজন্ম জনগণের কাছে তাদের বিপ্লবী পরিবর্তনের আকাঙ্ক্ষা তুলে ধরেছে।’ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের পুনরুদ্ধার, গণতন্ত্র ও মানবাধিকারের নিশ্চিতকরণের মাধ্যমে অর্থবহ সংস্কার আনার আহ্বান জানিয়েছেন তিনি।
ড. ইউনূস বলেন, ‘টেকসই ভবিষ্যতের জন্য বিশ্বের প্রতি দায়িত্বশীল হতে গ্লোবাল সাউথকে একত্রিত হয়ে কাজ করতে হবে।’