চীনের তিয়েনআনমেন স্কয়ারে বিপ্লবীদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
চার দিনের সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিনে চীনের তিয়েনআনমেন স্কয়ারে দেশটির বিপ্লবের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সরকারপ্রধান।
আজ মঙ্গলবার (০৯ জুলাই) বিকেলে তিয়েনআনমেন স্কয়ারে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন তিনি।
পুষ্পস্তবক অর্পণের পর বিপ্লবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা।
এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত এবং চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়।
চীনের প্রধানমন্ত্রী লি কিংয়ের আমন্ত্রণে বেইজিং চারদিনের সরকারি সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সন্ধ্যায় বেইজিং পৌঁছান তিনি।
এই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, মানুষে-মানুষে যোগাযোগ বাড়ানোসহ প্রভৃতি বিষয়ে ২০ থেকে ২২টি সমঝোতা স্মারকে সই হতে পারে।