বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে এমভি আব্দুল্লাহ
ভারত মহাসাগর থেকে এমভি আব্দুল্লাহ নামে বাংলাদেশি জাহাজ জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা। দীর্ঘ ৩৩ দিন পর জলদস্যুদের কবল থেকে মুক্ত হয় জাহাজটি। ইউরোপীয় ইউনিয়নের দুটি যুদ্ধজাহাজ নিরাপদ সমুদ্রে পৌঁছে দেয় এমভি আব্দুল্লাহকে। এরপর ২৩ নাবিকসহ মুক্ত জাহাজটি দুবাই বন্দরে নোঙর করে সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আজ জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিক নিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমানায় পৌঁছেছে বলে জানা গেছে।
আগামী সোমবার (১৩ মে) কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করতে পারে জাহাজটি।
কুতুবদিয়ায় পৌঁছানোর পর দুই দিন পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের নোঙরে ভেড়ার কথা রয়েছে; সেখানে বাকি পণ্য খালাস করা হবে।
গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। অস্ত্রের মুখে জাহাজ ও এর ২৩ নাবিককে জিম্মি করা হয়। এর ৩৩ দিন পর গত ১৩ এপ্রিল জলদস্যুরা জাহাজটি ছেড়ে চলে যায়। এর পর দুবাইয়ের উদ্দেশে রওনা হয় এটি।