পালিয়ে আসা মিয়ানমারের ৩৩০ সদস্যকে ফেরত পাঠানো হবে কাল

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৪ PM

আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৩৩০ সদস্যকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

কক্সবাজারের ইনানী নৌবাহিনী জেটিঘাট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, জীবন বাঁচাতে এদেশে আশ্রয় নেওয়া বিজিপিসহ অন্য বাহিনীর ৩৩০ জন সদস্যকে আগামীকাল তাদের দেশে পাঠানো হবে। 

বিজিবির সার্বিক তত্ত্বাবধানে সকাল ৮টায় কক্সবাজার ইনানীর নৌবাহিনী জেটিঘাটে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে রাখাইন সীমান্তে মিয়ানমারের সরকারি বাহিনী আর বিদ্রোহী আরাকান আর্মির সংঘাত চলছে। সংঘাত চলাকালে প্রায় দুই ব্যাটালিয়ানের অফিসার, সৈনিক, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ এবং কয়েকটি পরিবারের সদস্যরা বাংলাদেশে পালিয়ে আসেন। প্রথমে তাদের বিমানে ফেরত পাঠাতে চাওয়া হয়েছিল। কিন্তু এতে মিয়ানমার রাজি হয়নি। পরে সমুদ্রপথে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। ইতোমধ্যে মিয়ানমারের জাহাজ এসে পৌঁছেছে।

মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির বিভিন্ন বাহিনীর সদস্যসহ মোট ৩৩০ নাগরিককে বর্তমানে টেকনাফের দুটি স্কুলে রাখা হয়েছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে তারা সেখানে রয়েছেন।