‘আমাদের নৌকার জয় আবারও হবে'
জনগণ আমার সাথে আছে: ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী
দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যেই ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা নির্বাচনে বিশ্বাস করেন না
বিএনপির হরতাল নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তাদের (বিএনপি) হরতাল তাল হারিয়ে ফেলেছে। কারণ, তাদের হরতালের তালে বাংলাদেশের জনগণ নাচে নাই।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা নির্বাচনে বিশ্বাস করে না। বিএনপি জন্মলগ্ন থেকেই ভোট কারচুপি করে আসছে।
ভোট অবাধ ও নিরপেক্ষ হবে বলে জানান শেখ হাসিনা। এজন্য জনগণের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
নির্বাচনে জয়ের প্রত্যাশা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমাদের নৌকার জয় আবারও হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন করব।’
ভোটারদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘ভোটের জন্য অনেক সংগ্রাম করেছি। আশা করি, দেশের সকল মানুষ ভোট দিতে কেন্দ্রে আসবেন। আমি সবসময় আত্মবিশ্বাসী। কারণ, জনগণ আমার সাথে আছে।’