ভোটদান শেষে সাংবাদিকদের ভোটের স্বচ্ছতা তুলে ধরতে বললেন সিইসি
রাজধানীর শান্তিনগরে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে হাবীবুল্লাহ্ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় ভোটের স্বচ্ছতা তুলে ধরার জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানান তিনি।
সিইসি বলেন, আজ ভোটগ্রহণ শুরু হওয়ায় ভালো লাগছে। আমি আমার ভোট প্রদান করেছি। আপনাদের (সাংবাদিকদের) অনুরোধ করবো আপনারা যেন ভোটের স্বচ্ছতা তুলে ধরেন। এতে ভোট নিয়ে কারও কোনো অনাস্থা থাকলে সেটা কেটে যাবে।
সহিংসতার আশঙ্কায় ভোটার উপস্থিতি কম কিনা জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমার কাজ ভোট আয়োজন করা। কে আসবেন কে আসবেন না, সেটা বলতে পারবো না। সহিংসতার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’
‘ভোটারের উপস্থিতি কম নাকি বেশি, ‘সেই ব্যাপারে আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটা দিলাম। শুধু এতটুকুই জানি’, যোগ করেন সিইসি।
এর আগে সকাল ৮টায় উৎসবের আমেজে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর পরই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাঁচ বছর পর জনপ্রতিনিধি বেছে নেয়ার সুযোগ আসায় ভোট দেয়ার মাধ্যমে নিজের অধিকার বুঝে নিতে চান সাধারণ ভোটাররা। কারও ভয়ভীতি কিংবা চোখ রাঙানিতে না দমে নির্বাচন করবেন পছন্দের প্রতিনিধি। প্রায় ১২ কোটি ভোটার দেশের পরবর্তী শাসক নির্বাচন করবেন এ ভোটের মাধ্যমে।
আজ ভোট হচ্ছে ২৯৯ আসনে। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট হবে। সারা দেশের ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৬১ হাজার ৯১২টি। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হচ্ছে।
ভোটে লড়ছেন মোট ১ হাজার ৯৭০ প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী; বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। আর তৃতীয় সর্বোচ্চ ১৩৫ প্রার্থী রয়েছেন ‘সোনালি আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপির। আর ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন।
এবার মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২।