ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক   নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৪:২৮ PM

ভূমি প্রশাসনকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে 'ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প' হাতে নিয়েছে সরকার। এই উদ্যোগকে বাংলাদেশের প্রশাসনিক সংস্কারের এক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সেমিনারে তিনি বলেন, ভূমি খাত বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির অন্যতম ভিত্তি। কিন্তু দীর্ঘদিনের কাগজনির্ভর জটিল প্রক্রিয়া, দালালচক্রের দৌরাত্ম্য ও দুর্নীতির কারণে জনগণ ভোগান্তিতে ছিল। এই পরিস্থিতিতে প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা অটোমেশন উদ্যোগ এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

সিনিয়র সচিব বলেন, ভূমি প্রশাসন একটি দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি। ভূমি ব্যবস্থাপনা, সংরক্ষণ, হস্তান্তর, জরিপ ও রেকর্ড সংশোধনের মতো কর্মকাণ্ডে সঠিক দিকনির্দেশনা ও প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন হয়। অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে এসব সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, এই প্রকল্প কেবল নাগরিক সেবা সহজ করছে না, বরং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে। প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে 'উন্নত বাংলাদেশ' গঠনের পথে দেশ আরও একধাপ এগিয়ে গেছে।

এসময় হ্যাকিং প্রতিরোধে সচেতনতার গুরুত্ব উল্লেখ করে সিনিয়র সচিব বলেন, প্রযুক্তিগত নিরাপত্তার পাশাপাশি ব্যবহারকারীর সতর্কতাও অপরিহার্য। প্রত্যেককেই নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করতে হবে সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম, মো. আব্দুর রউফ এনডিসি, সায়মা ইউনুস এনডিসি, মো. এমদাদুল হক চৌধুরী ও মোহাম্মদ মাহফুজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।