রাজউকের ৫ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ০৭:১১ PM

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি মামলায় চার্জশিট গৃহীত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনের পর এ আদেশ জারি করা হয়।

গত ৭ অক্টোবর রাজউকের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ১০ মার্চ ও ১০ এপ্রিল তারিখে চার্জশিট দাখিলের পর বিজ্ঞ আদালত চার্জশিট গ্রহণ করে। এরপর সরকারী চাকুরি আইন, ২০১৮-এর বিধি ৩৯ (২) অনুযায়ী কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করে প্রশাসন শাখায় ন্যস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—

মো. হাবিবুর রহমান (সবুজ), উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩), বর্তমানে পরিচালক (জোন-৪)

ফারিয়া সুলতানা, সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি-৩), বর্তমানে উপপরিচালক (হিসাব)

নায়েব আলী শরীফ, উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩), বর্তমানে পরিচালক (জোন-৪)

মো. মাজহারুল ইসলাম, উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩)

মো. হাফিজুর রহমান, উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩), বর্তমানে পরিচালক (জোন-১)।

বরখাস্তের আদেশে বলা হয়, চার্জশিট গৃহীত হওয়ার তারিখ থেকে (১০ ও ১৩ এপ্রিল ২০২৫) আদেশ কার্যকর হবে। বরখাস্তকালীন সময়ে কর্মকর্তারা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০১৩-এর বিধি ৪৩ (৪) অনুযায়ী খোরাকি ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।

আদেশে আরও বলা হয়, দুর্নীতির মামলায় চার্জশিট গৃহীত হওয়ায় সরকারের প্রাসঙ্গিক আইন অনুসারে সাময়িক বরখাস্ত বাধ্যতামূলক। চূড়ান্ত রায়ের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কর্যকর করা হবে বলেও আদেশে বলা হয়।