নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশের ভেতর–বাইরের শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক   নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৫:০৯ PM

নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশের ভেতর–বাইরের শক্তি সক্রিয় হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর থেকে, বাহির থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে। হঠাৎ করে আক্রমণও আসতে পারে। এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং। যত ঝড়–ঝাপ্টাই আসুক, আমাদের তা অতিক্রম করতে হবে।’

আজ বুধবার বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টা বলেন, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা হবে। এ সংক্রান্ত সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘দেশের ভেতর–বাইরের শক্তি পরিকল্পিতভাবে অপপ্রচার চালাবে। এআই ছবি, ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হবে। একটা অপপ্রচার তৈরি হওয়া মাত্র তা থামাতে হবে, যাতে ছড়াতে না পারে।’

তিনি আরও বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হলে জনগণের কাছে পৌঁছাতে হবে। ভোটের নিয়ম, কেন্দ্রে আচরণবিধি, কোথাও বিশৃঙ্খলা হলে কী করা উচিত—এসব বিষয়ে ভোটারদের সচেতন করতে হবে।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয়কে আরও টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও কনটেন্ট তৈরির নির্দেশ দিয়েছেন। তিনি চান, এসব কনটেন্ট দ্রুত ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হোক, যাতে ভোটাররা নিজেরাই প্রস্তুত হতে পারেন।