৩৯৮ যাত্রী নিয়ে হজযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ AM

৩৯৮ যাত্রী নিয়ে শুরু হলো চলতি বছরের হজযাত্রা। সোমবার রাত সোয়া ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় প্রথম ফ্লাইট।

তবে ভিসা জটিলতার কারণে হজ ক্যাম্পে এসেও ফিরে গেছেন অনেকে। সৌদিয়া এয়ারলাইন্সে বেসরকারি প্রথম ফ্লাইটের ৪০৫ জন হজযাত্রীর মধ্যে যেতে পারেননি ৭ জন।

হজ ফ্লাইট শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ১০টি ফ্লাইটে সৌদি আরব যাবেন ৪ হাজার ১৮০ জন যাত্রী। হজ ক্যাম্পে অব্যবস্থাপনা নিয়ে অনেক সময় অভিযোগ শোনা গেলেও এবার ভিন্ন চিত্র। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা। 

এরআগে সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

হজ কার্যক্রমের উদ্বোধনের পর ধর্ম উপদেষ্টা হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি হজযাত্রীদেরকে সৌদি আরবের আইন-কানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানান।

এবছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে এদেশের হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮ টি প্রাক্-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।  ৩১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে।

বাংলাদেশ থেকে এবছর মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হবে।