হজ্জে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ PM

অন্তর্বর্তী সরকার আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে। ন্যূনতম খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা, যা চলতি বছরের তুলনায় কিছুটা কম। বিমানভাড়া হ্রাস পাওয়ায় খরচ কমেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেখানে গত বছর ছিল দুটি।

রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৬ সালের হজ প্যাকেজের বিস্তারিত ঘোষণা দেন।

আগামী বছরের নতুন প্যাকেজ অনুযায়ী

প্রথম প্যাকেজ: হারাম শরীফ থেকে ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে হোটেল সুবিধা থাকবে, যা হবে সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজ।

দ্বিতীয় প্যাকেজ: হারাম শরীফ থেকে প্রায় ২ কিলোমিটারের মধ্যে, আগের প্যাকেজ-১ এর মতো তবে খরচ কিছুটা কমবে।

তৃতীয় প্যাকেজ: আজিজিয়া এলাকায় আবাসন সুবিধাসহ সাশ্রয়ী প্যাকেজ, যার খরচ হতে পারে প্রায় সাড়ে চার লাখ টাকা।