জাতিসংঘ মহাসচিবের আহ্বান উপেক্ষা করে সিরিয়ায় ইসরায়েলের হামলা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ PM

বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় নতুন করে আগ্রাসন শুরু করেছে দখলদার ইসরায়েল। গোলান মালভূমি দখলসহ সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। এদিকে সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই অহ্বান উপেক্ষা করে গতকাল শুক্রবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল রাতে রাজধানী দামেস্কে সিরিয়ার সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনের সদর দপ্তর এবং নিকটবর্তী গ্রামাঞ্চলে অবস্থিত একটি রাডার ব্যাটালিয়ন লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

বাশার আল–আসাদের পতন উদযাপন করতে গতকাল হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল। এ সময় ইসরায়েলি বাহিনী হামলা চালায়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গত রোববার ২৪ বছরের স্বৈরশাসক বাশার আল–আসাদকে উৎখাত করে দামেস্ক দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী।

এরপরই সিরিয়ার গোলান মালভূমি-সহ দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ অংশ দখল করে ইসরায়েলি বাহিনী। একের পর এক বিমান হামলা চালিয়ে সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয় তারা। এরপর অগ্রসর হতে থাকে রাজধানী দামেস্কের দিকে। গতকাল রাতে সরাসরি দামেস্কে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, আসাদ সরকারের পতন হওয়ার পর অস্ত্র ও সামরিক স্থাপনাগুলো যাতে বিদ্রোহীদের হাতে চলে না যায় এবং ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করতে না পারে, এ জন্য তারা অভিযান চালাচ্ছে।

ইসরায়েলের এমন আগ্রাসী অভিযানের নিন্দা জানিয়েছে সৌদি আরক, কাতার ও ইরাক। এরপর গতকাল শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়ায় হামলা বন্ধ করতে আহ্বান জানান। কিন্তু সেই আহ্বানে কান না দিয়ে গতকাল রাতেই দামেস্কে হামলা চালাল ইসরায়েল।

বাশার আল–আসাদ সরকারের পতনের পরপরই নেতানিয়াহু বলেছিলেন, সিরিয়ায় সন্ত্রাসবাদী তৎপরতা প্রতিরোধে একটি ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ (বাফার জ়োন) গঠন করা হবে।

উল্লেখ্য, ১৯৭৩ সালের যুদ্ধের পর গোলান মালভূমি সংলগ্ন ‘বিতর্কিত অঞ্চল’-এ যে বাফার জ়োন তৈরি করা হয়েছিল, তা ইতিমধ্যেই দখল করে নিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এর পরে ইজ়রায়েলি প্যারাট্রুপার এবং সাঁজোয়া বাহিনী ‘গ্রাউন্ড অপারেশন শুরু করেছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গতকাল রাতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দামেস্কের নিরাপত্তার দায়িত্বে থাকা সিরিয়া সেনার চতুর্থ ডিভিশনের সদর দফতর ও রাডার স্টেশন ধ্বংস করে দিয়েছে।

এরই মধ্যে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি জর্ডনের সুলতান দ্বিতীয় আবদুল্লাহ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যোপ এরদোগানের সঙ্গে গতকাল সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।