কক্সবাজারে হঠাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী

কক্সবাজারে সফরকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার পর কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ফারুকীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব।
তিনি জানান, সংস্কৃতি উপদেষ্টা শুক্রবার বিকেলে সরকারি সফরে কক্সবাজার আসেন এবং হোটেল ওশান প্যারাডাইজে অবস্থান নেন। রোববার কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে দুদিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু শনিবার সন্ধ্যায় হোটেলে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
চিকিৎসকের বরাত দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আরও জানান, মোস্তফা সরয়ার ফারুকী বুকে ব্যথা অনুভব করছিলেন এবং তিনি উচ্চ রক্তচাপেও ভুগছিলেন। যদিও অবস্থা গুরুতর ছিল না, সতর্কতার অংশ হিসেবে তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স কক্সবাজারে পৌঁছে ফারুকীকে নিয়ে যায়।
এ দিকে সংস্কৃতি উপদেষ্টার অসুস্থতার কারণে রবিবার অনুষ্ঠিতব্য কর্মশালা স্থগিত করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব।