গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেন ম্যাক্রো-সালমান

নিজস্ব প্রতিবেদক
অনুবাদ: জাকির হোসেন অনুবাদ: জাকির হোসেন
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ AM

সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান এবং ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রো সৌদি আরবের রাজধানী রিয়াদে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা মধ্যপ্রাচ্যে সংঘাত কমানোর ব্যাপারে সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্সির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই নেতারা বলেছেন "তাদের প্রধান প্রচেষ্টা হবে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি করা," যার উদ্দেশ্য হামাসের হাতে আটক সব বন্দি মুক্ত এবং মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে ফিলিস্তিনের নাগরিকদের রক্ষা করা।

নেতারা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখার বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং লেবাননে স্থিতিশীলতার জন্য রাষ্ট্রপতি নির্বাচনের আহ্বান জানিয়েছেন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্রের মতে, সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন দারমারের সঙ্গে সাক্ষাৎ করে 'সমস্ত জিম্মিকে ঘরে ফিরিয়ে আনা এবং গাজা যুদ্ধের সমাপ্তির গুরুত্বের বিষয়' পুনর্ব্যক্ত করেন।

মুখপাত্র আরও বলেছেন, অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলকে গাজাজুড়ে মানবিক সহায়তা বিতরণ সহজ করতে আরও বেশি কিছু করার বিষয়ে জোর দিয়েছেন, এছাড়াও সম্প্রতি লেবাননে ঘোষিত যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন।

সূত্র : আল জাজিরা